পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে বৃষ্টির হানা। বিরুপ পরিস্থিতির কারণে কার্ডিফের সোফিয়া গার্ডেনে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটাও মাঠে কোন বল না গড়িয়েই পরিত্যক্ত হলো। ফলে যে প্রত্যাশা নিয়ে পাকিস্তান দল ইংল্যান্ড সফরে গিয়েছে সেটি পূরণ হচ্ছে না।
২২ মে, লিডসে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিও বৃষ্টির কারণে একই পরিণতি হয়েছিলো। এমনকি টানা বৃষ্টির কারণে ওইদিন উইকেটের কাভার পর্যন্ত সরানো যায়নি। কার্ডিফে তৃতীয় ম্যাচেও একই পরিস্থিতি হয়েছিলো। বৃষ্টির কারণে দল দু’টির মাঠেই নামা হয়নি।
অবশ্য ২৫ মে, বার্মিংহামে দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ২০ ওভারই খেলা হয়। তাতে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় ইংল্যান্ড।
৩০ মে ‘দ্য ওভালে’ সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ সময় ২ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নেয়ার পরিকল্পনা ছিলো পাকিস্তান ক্রিকেট দলের।
গত ১০ মে আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়। প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে সমালোচনার মুখে পড়েছিলো বাবর আজমের দল। অবশ্য ১২ ও ১৪ মে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ সহজেই জিতে নেয় সফরকারীরা।
এবারের বিশ্বকাপে ভারতের সাথে একই গ্রুপে পড়েছে পাকিস্তান। ‘এ’-গ্রুপে তাদের সাথে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড।
