গ্রেটার নয়ডায় আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচটি পাঁচদিনেও মাঠে গড়ায়নি। বল তো দূরে, টসও মাঠে গড়ায়নি। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) টেস্টের শেষ দিন এসে পরিত্যক্ত হলো ম্যাচটি।
দীর্ঘ ২৬ বছর পর ক্রিকেটে ক্রিকেটে ঘটল এমন নজির। এর আগে শেষবার ১৯৯৮ সালের ডিসেম্বরে ফায়সালাবাদে পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্টে টসই হয়নি। সেবার অবশ্য বৃষ্টি বাধা নয়, শীতের কুয়াশার কারণে মাঠে গড়ানি ম্যাচ। এ ছাড়া ১৪৭ বছরের ইতিহাসে মাত্র অষ্টমবার এমন নজির দেখল টেস্ট ক্রিকেট।
প্রথম বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের। অন্য দিকে, শ্রীলঙ্কা এবং ভারতের বিরুদ্ধে উপমহাদেশে খেলার আগে এই ম্যাচ কিউইদের জন্য ছিল প্রস্তুতি পর্ব।