চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার নিয়মরক্ষার ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে। রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টিতে পিছিয়ে গেল খেলা শুরুর সময়। নির্ধারিত সময়ে হলো না টস। কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও আউটফিল্ড ভেজা থাকায় টস করা যায়নি।
বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। এরপর টস সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। মেঘলা আবহাওয়া ও বৃষ্টির কারণে মাঠে কাভার দিয়ে উইকেট ঢেকে দেওয়া হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সেমির রেস থেকে ছিটকে গেছে দুই দল। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে গিয়ে টানা দুই হারে টিকেছে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে, দীর্ঘ ২৯ বছর পর ঘরের মাঠে ফেরা আইসিসির ইভেন্টে পাকিস্তান ইতোমধ্যে দর্শকের ভূমিকায়।