পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টি ঝগড়া দিয়েছে। ফলে নির্ধারিত সময়েও টস হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৪টার পরও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মাঠ এখনও কভারে ঢাকা।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, বৃষ্টির কারণে এখনো মাঠ খেলার উপযোগী হয়নি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় খেলা শুরু নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিকেল তিনটায় খেলা শুরুর কথা ছিল। তার আগে ২টা ৩০ মিনিটে টস হওয়ার কথা ছিল।
আসরে একটি করে জয় পাওয়া দুই দলের জন্যই ম্যাচটি সেমিফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ। তাই সেমিফাইনালে উঠতে এ ম্যাচে টস এখানে বড় ফ্যাক্টর হতে পারে, বিশেষ করে আবহাওয়া ও পিচের কারণে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতলে আগে ফিল্ডিং করতে চান। তার মতে, রান তাড়া করাই এই উইকেটে সহজ হতে পারে।
আসরে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। অন্যদিকে আফগানিস্তানকে হারায় দক্ষিণ আফ্রিকা।