ব্রিসবেন টেস্টের পরিণতি যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে শুরু হওয়া ম্যাচটির বেশির ভাগ সময়ই নষ্ট হওয়ায় ড্রতে শেষ হয়েছে ম্যাচ। আজ কিছুটা সময় খেলা হলেও তা ম্যাচ নিষ্পত্তির জন্য মোটেও যথেষ্ঠ ছিল না।
চতুর্থ দিন ভারত ভারত ৯ উইকেটে ২৫২ রান নিয়ে খেলা শেষ করেছিল। আজ ইনিংসটা খুব বেশি দূর এগিয়ে নিতে পারেনি তারা। ২৬০ রানে শেষ হয়ে যায় তাদের। এ অবস্থায় অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে। ৩৩ রানে ৫ উইকেট হারিয়েছিল তারা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৮৯ রান করে তারা ইনিংসের সমাপ্তি টানে অজিরা।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৪৫ রান করায় ভারতের সামনে সময়ের হিসেবে জয়ের জন্য অসম্ভব এক লক্ষ্য স্থির হয়। ২৭৫ রানের লক্ষ্য। কিন্তু আলোর স্বল্পতা আর বৃষ্টিতে ভারত লক্ষ্য তাড়া করতে নামতে পারেনি। মাত্র ২.১ ওভার ব্যাটিং করে মাঠ ছাড়তে হয় তাদের।
জাসপ্রিত বুমরা এ ইনিংসেও বল হাতে আগুন ঝড়িয়েছেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া ভারতের এ পেসার এ ইনিংসে ৩ উইকেট নিয়েছেন। তার মোট শিকার ৯ উইকেট।