বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। পাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচটি মঙ্গলবার বিকেল তিনটায় শুরুর কথা ছিল। কিন্তু টসের আগ থেকে শুরু হয় বৃষ্টি। ফলে টস করাই সম্ভব হয়নি। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ।
কিন্তু বৃষ্টির কারণে তিন ঘণ্টা ১০ মিনিট অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। এই ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার মুখোমুখি হতো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু না! প্রকৃতির কারণে ভেস্তে গেল সেই সুযোগ। ফলে দুই দল একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। আর দক্ষিণ আফ্রিকা জেতে আফগানিস্তানের বিপক্ষে। ২ ম্যাচে ৩ পয়েন্ট ও +০.৪৭৫ নেট রানরেট নিয়ে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া শুক্রবার মুখোমুখি হবে আফগানিস্তানের। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে (+২.১৪০) এগিয়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা শনিবার লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।