বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, সিরিজ জিতল ভারত

বৃষ্টির কারণে অসমাপ্ত থেকে গেল ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের শেষ টি-টোয়েন্টি। ফলশ্রুতিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। সিরিজে আগেই এগিয়ে থাকায় এ ম্যাচের পরও তাদের ট্রফি হাতে তোলায় বাধা পড়েনি।

শনিবার গ্যাবায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই বৃষ্টির শঙ্কা ছিল। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছিল ভারত। ওপেনার শুবমান গিল ও অভিষেক শর্মা মিলে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪ ওভার ৫ বলেই দলীয় সংগ্রহ তুলে নেন ৫২ রান। গিল অপরাজিত ছিলেন ১৬ বলে ২৯ রানে, আর অভিষেক করেন ১৩ বলে অপরাজিত ২৩ রান এর মাঝে দুইবার জীবনও পান তিনি।

তবে এরপরই নামে বৃষ্টি, যা আর থামেনি। দীর্ঘ অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
এর ফলে সিরিজের প্রথম ম্যাচের মতোই শেষটিও বৃষ্টিতে পণ্ড হলো। দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া, কিন্তু পরের দুটি ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনে সিরিজের নিয়ন্ত্রণ নেয় ভারত। শেষ পর্যন্ত সেটাই তাদের ট্রফি এনে দিল।

Exit mobile version