ক্রিকেট খেলায় বৃষ্টি কোনো দলের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে, আবার কোনো দলের জন্য হতাশা। নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে রবিবার অনুষ্ঠিত ম্যাচে স্বস্তি বয়ে এনেছে বাংলাদেশের জন্য। নিশ্চিত হার থেকে রক্ষা পেয়েছে। অন্যদিকে ভারত বঞ্চিত হয়েছে জয় থেকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দুই দলের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। আর তাতে উভয় দল তাদের লক্ষ্য অর্জন করেছে।
ভারতের লক্ষ্য ছিল সেমিফাইনালের আগে নিজেদের আরো একটু ঝালাই করে নেওয়া। ম্যাচের আগেই তারা সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছিল অন্যদিকে বাংলাদেশ ছিল সবার নিচে। এক পয়েন্ট অর্জনের মাধ্যমে সবার নিচের থেকে বিশ্বকাপ শেষ করার লজ্জা থেকে রেহাই পেয়েছে। আট দলের মাঝে সপ্তম হয়ে তারা বিশ্বকাপ মিশন শেষ করেছে।
সাত ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। পাকিস্তানেরও সংগ্রহ ৩। তবে রান রেটে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ সপ্তম হয়েছে। ২০২২ সালে নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপেও পয়েন্ট তালিকার সাতে ছিল বাংলাদেশ নারী দল।
ম্যাচে কয়েক দফা বৃষ্টিতে প্রথমে ৪৩, পরবর্তীতে ২৭ ওভারে নেমে আসে খেলা। তবে ম্যাচের দৈর্ঘ্য কমলে বাংলাদেশের ব্যাটিংয়ের ব্যর্থতার কোনো পরিবর্তন হয়নি। আগে থেকে ছিটকে পড়া দলটি ২৭ ওভারে ৯ উইকে হারিয়ে ১১৯ রান করে। সর্বোচ্চ ৩৬ রান করেন শারমিন আক্তার। ২৬ রান করেছিলেন সোবহানা মোস্তারি।
ডার্কওয়ার্থ লুইস মেথডে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানে। দুই ওপেনার স্মৃতি মান্দানা ও আমানজোত কৌর উড়ন্ত শুরু এনে দেওয়ার পর দল অনায়াসে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তোলার পর বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৭ ওভারে ১১৯/৯
(শারমিন ৩৬, মোস্তারি ২৬, রুবাইয়া ১৩, রিতু ১১; রাধা ৩/৩০, চরণি ২/২৩, আমানজোত ১/১৮, রেনুকা ১/২৩, দীপ্তি ১/২৪)।
ভারত: ৮.৪ ওভারে ৫৭/০
(মান্দানা৩৪, আমানজোত ১৫; রিতু ০/৫, রাবেয়া ০/৭)।
ফল: ম্যাচ পরিত্যক্ত।
