উলুনগ্যাবায় বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে সকাল থেকেই ছিল আকাশ মেঘলা। উইকেটে ঘাস থাকায় কন্ডিশনের সুবিধা নেয়ার আশায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দফা বৃষ্টির পর কিছুক্ষণ খেলা হলেও দ্বিতীয় দফায় আর একটি বলও মাঠে গড়ায়নি।
ব্রিজবেন টেস্টের প্রথম দিনের বেশিরভাগ সময়ই ভেসে গেল বৃষ্টিতে। ১৩.২ ওভারেই দিনের খেলা শেষ হয়। দৃঢ়তার সাথে লড়াইয়ে দিন পার করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাওয়াজা ও নাথান ম্যাকসুয়েনি। দিন শেষে বিনা উইকেটে ২৮ রান সংগ্রহ অস্ট্রেলিয়ার।
প্রথম দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৫.৩ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৯ রান। এর মধ্যে ২২ বলে ১৩ রান নিয়ে উইকেটে ছিলেন খাজা। আধা ঘন্টা পর আবার খেলা শুরু হলে হার্শিত রানার জায়গায় একাদশে ফেরা আকাশ দিপ তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে সুইংয়ের পাশাপাশি মুভমেন্ট আদায় করে নেন।
লড়াই যখন জমে উঠছিল, ঠিক তখনই আবার বৃষ্টির হানা। এই দফায় ৭.৫ ওভারে ৯ রান দেয় ভারতীয় বোলাররা। দীর্ঘ অপেক্ষার পরও আর খেলা শুরু করতে না পারায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। খাজা ৪৭ বলে ৩ চারে ১৯ ও ম্যাকসুয়েনি ৩৩ বলে ৪ রানে অপরাজিত ছিলেন।