বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রোটিয়াদের জয়

টি-টোয়েন্টি সিরিজ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে তারা ডিএলএস মেথডে স্বাগতিক দলকে ১৪ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৭ রান করেছিল। জবাবে ইংল্যান্ড ৬৯ রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৫ ওভারে ৫৪ রান করে।

কার্ডিফে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টিই ছিল নায়ক। ম্যাচ মাঠে গড়াতে না দেওয়ার একটা প্রতিজ্ঞা যেন নিয়েছিল বৃষ্টি। এ কারণে প্রথমে ম্যাচের পরিধি ৯ ওভারে নামিয়ে আনা হয়েছিল। কিন্তু তাও হতে দেওনি। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার ইনিংস ৭.৫ ওভারে শেষ করতে হয়। এ সময়ে তাদের রান ছিল ৫ উইকেটে ৯৭। ওপেনার এইডেন মার্করাম ছিলেন সর্বোচ্চ স্কোরার। ১৪ বলে ২৮ রান করেন তিনি। তবে ঝড় তুলেছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। মাত্র ১০ বলে করেন ২৩ রান। আর ডোনোভান ফেরেইরা ১১ বলে করেন ২৫ রান। উভয় তিনটি করে ওভার বাউন্ডারি মারেন।

বৃষ্টির কারণে ইংল্যান্ডের ইনিংসের পরিধি আরো কমে যায়। তাদের জন্য নির্ধারিত হয় ৫ ওভারের খেলা। আর রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয় ৬৯। কিন্তু ইংল্যান্ডের সামনে এই লক্ষ্যমাত্রা কঠিন হয়ে দাঁড়ায়। ৫ উইকেট হারিয়ে তারা ৫৪ রান করে। জস বাটলার ১১ বলে ২৫ রান করেন। অন্যরা কেউ সুবিধা করতে পারেননি। সাম কুরান আর কয়েকটা বল খেলার সুযোগ পেলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। শেষ দিকে তিনি ৩ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

এ জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সম ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে নাস্তানাবুদ হলেও ২-১ ব্যবধানে জয় পায়।

Exit mobile version