সাত মাসের মধ্যে প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেই ক্যারিয়ার সেরা বোলিং করলেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন। আর তাতেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কা ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নিয়েছে স্বাভাবিক শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো।
বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচের দৈর্ঘ্য ২৭ ওভারে কমিয়ে আনা হয়।
টস জয়ের পর ব্যাট হাতে নেমেই হাসারাঙ্গার ঘুর্ণি বলে কুপোকাত হয় জিম্বাবুয়ে। একের পর এক উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে মাত্র ৯৬ রানে গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসারাঙ্গা। ৫.৫ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে এটা পঞ্চম সেরা বোলিং। তার ওপরে আছেন রশিদ খান, গ্লেন ম্যাকগ্রা, শহীদ আফ্রিদি ও চামিন্দা ভাস।
প্রথম তিনজনের শিকার সংখ্যা ৭ হলেও ভাসের শিকার সংখ্যা ৮। ২০০১ সালে কলম্বোয় জিম্বাবুয়ের বিপক্ষে ৮ ওভারে ১৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন।
৯৬ রানে অল আউট হলেও জিম্বাবুয়ের ইনিংসে আরও আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। ৬৭ রানে তারা ৭ উইকেট হারিয়েছিল। পরবর্তীতে লুক জংউইয়ের ১৪ রান জিম্বাবুয়ের সংগ্রহকে শতরানের কাছে নিয়ে যায়।
জবাবে শ্রীলঙ্কা শুরুতে একটা ধাক্কা হজম করলেও অধিনায়ক কুশাল মেন্ডিসের চমৎকার ব্যাটিং দলের জয় নিশ্চিত করে। ৫১ বলে ৬৬ রান করেন তিনি। ৯ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















