অবশেষে শঙ্কাই সত্যি হলো! বৃষ্টিতে ভেসে গেলে বাংলাদেশ-পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের ম্যাচে টসও হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করল দুই দল। যদিও এই পয়েন্ট ভাগাভাগিতে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় কোনো প্রভাবই ফেলতে পারছে না।
বাংলাদেশ সময় বিকেল ৩টায় গ্রুপ ‘এ’তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হওয়া কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তান। কিন্তু না! রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচটিতে বাগড়া বসায় বেরসিক বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা পত্যিক্ত ঘোষণা করেছে আম্পায়াররা।
আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় এই গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল। একই সঙ্গে পাকিস্তানকে নিয়ে ছিটকে যায় বাংলাদেশ। আগামী রোববার সেমিফাইনালে উঠে যাওয়া ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটি গ্রুপসেরা হওয়ার লড়াই।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে গিয়ে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে, দীর্ঘ ২৯ বছর পর ঘরের মাঠে ফেরা আইসিসির ইভেন্টে পাকিস্তান ইতোমধ্যে দর্শকের ভূমিকায়। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষেও জিততে পারেনি স্বাগতিকরা।