বেন কুরানের সেঞ্চুরির আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয় পেয়েছে জিম্বাবুয়ে। এ জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয় পেয়েছে তারা। হারারেতে অনুষ্ঠিত শেষ ম্যাচে জিম্বাবুয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ৬ উইকেট হারিয়ে ২৪০ রান করে। জবাবে জিম্বাবুয়ে ৩৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
ঘরের মাঠের খেলায় টস জয়ের পর আগে প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের সুযোগ দেয় জিম্বাবুয়ে। কিন্তু আইরিশ ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেনি। ওপেনার অ্যান্ডি বলবির্নি, হ্যারি টেক্টর ও লরকান টাকের ছাড়া আর কোনো ব্যাটার সুবিধা করতে পারেনি। তিনজন হাফ সেঞ্চুরি করেন। বলবির্নি ৬৪ রান করেন। টেক্টরের সংগ্রহ ছিল ৫১ রান। আর ৬১ রানে থামেন টাকের।
জবাবে জিম্বাবুয়েকে জয় নিয়ে কখনোই দুঃশ্চিন্তায় পড়তে হয়নি। ওপেনিং জুটিতে তাদের সংগ্রহ ছিল ১২৪ রান। বেন কুরান ১১৮ রানে অপরাজিত থাকেন। ১৪টি বাউন্ডারি ছিল তার ইনিংসে। ব্রায়ান বেনেট ৪৮ বলে ৪৮ রান করেন। তবে বিধ্বংসী ব্যাটিং করেছেন অধিনায়ক ক্রেগ ইরভিন। ৫৯ বলে করেন ৬৯ রান। পাঁচ বাউন্ডারির পাশাপাশি তিন ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।
আইরিশ অধিনায়ক ৮ বোলার ব্যবহার করেও জিম্বাবুয়ের ব্যাটারদের নাড়াতে পারেনি।