রিশাদ-মোস্তাফিজের সাড়াশি বোলিংয়ে ১২৫ রানের টার্গেট পেলো বাংলাদেশ

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও পরের দিকে বাংলাদেশী বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা। একমাত্র সাকিব আল হাসান তিন ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। এর বাইরে দাপট দেখিয়েছেন সব টাইগার বোলারই।

স্পিনার রিশাদ হোসেন বিশ্বকাপের অভিষেক ম্যাচে চার ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। সমান তিন উইকেট পাওয়া মোস্তাফিজ চার ওভারে দিয়েছেন ১৭ রান। ২৫ রানে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ২৪ রানে এক উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব।

লঙ্কানদের পক্ষে ২৮ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ২১, চারিথ আসালাঙ্কা ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৬ রান করেন।

Exit mobile version