টেস্টে ব্যর্থতার পর টি-টোয়েন্টিতেও লজ্জা পেয়েছে বাংলাদেশ। অথচ সফরের কয়েক দিন আগেই পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে বড় আত্মবিশ্বাসী ছিল টাইগাররা।
ভারত সফরেও বড় স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু ভারতে গিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। কোনো একটি ম্যাচেও পারেনি প্রতিযোগিতা গড়ে তুলতে।
ফলে ব্যর্থ মিশন শেষে রোববার রাতে হায়দরাবাদ থেকে ঢাকা এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ফিরেছেন। এসময় রাতে ক্রিকেটারদের রিসিভ করতে বিমান বন্দরে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।