ব্যাটিংকেই দুষলেন তানজিম সাকিব!

মিরপুরের চেনা পরিবেশ পেছনে ফেলে চট্টগ্রামের ভিন্ন কন্ডিশনে নামতেই ব্যাট হাতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতায় ১৬ রানের হার দিয়ে সিরিজ শুরু করেছে স্বাগতিকরা। দলের সর্বোচ্চ রান এসেছে সাত নম্বরে নামা তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে—মাত্র ৩৩।

১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৪০ রানের জুটি গড়ে কিছুটা আশার সঞ্চার করেন তানজিম। তবে দুজনই আউট হওয়ার পর শেষ রক্ষা হয়নি। ২ বল বাকি থাকতেই ১৪৯ রানে অলআউট হয় লিটন দাসের দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিম বলেন,

“ব্যাটিংয়ে সালাউদ্দিন স্যার সবসময় আমার ওপর বিশ্বাস রাখেন। প্র্যাকটিসে অনেক ব্যাট করি, তাই আত্মবিশ্বাস পাই। টিম ম্যানেজমেন্টও বিশ্বাস করে আমি রান করতে পারব।”

দলের ব্যর্থতার কারণ হিসেবে ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতাকেই দায়ী করেন তিনি—

“আমাদের ব্যাটসম্যানদের উইকেট গেছে পাওয়ার প্লেতে। যদি কেউ সেট হয়ে আউট হতো, পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। কিন্তু বেশিরভাগই সেট হওয়ার আগেই আউট হয়েছে। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা আরও দায়িত্ব নিতে পারত।”

মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই তরুণ পেসার।

“তামিম যেরকম শুরু পেয়েছিল, সেটা ভালো ছিল। কিন্তু বাকিরা সেট হওয়ার আগেই আউট হয়ে গেছে। মিডল অর্ডার নিয়ে চিন্তার কারণ আছে। ওরা যদি একটু সময় নিয়ে খেলত, তখন ফিল্ড ওপেন ছিল—খেলাটা টেনে নেওয়া যেত।”

Exit mobile version