গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানের চমৎকার পারফরম্যান্সে জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস। অলরাউন্ডিং পারফরম্যান্স ছিল সাকিবের। বল হাতে যেমন ব্যাট হাতেও তেমন উজ্জ্বল ছিলেন বাংলাদেশের এই অল রাউন্ডার। অপরাজিত ৫৮ রান করেছেন তিনি। আর বল হাতে শিকার সংখ্যা ৪। তার দল পেয়েছে ২২ রানের জয়। সাকিব হয়েছেন ম্যাচ সেরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে দুবাই ক্যাপিটালস ৭ উইকেট হারিয়ে করেছিল ১৬৫ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন সাকিব।
দুবাই ক্যাপিটালসকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন সেদিকউল্লাহ অটল। ২৫ বলে ৪১ রান করেছিলেন এই আফগান ওপেনার। তার বিদায়ের পর দুবাই ক্যাপিটালস বিপদে পড়ে। ১০৮ রান করতে ৬ উইকেট হারায় তারা। এ অবস্থায় হাল ধরেন সাকিব। শুরু করেন ব্যাটিং তান্ডব। ৩৪ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত করেন ৫৮ রান।
ব্যাটিংয়ের এই ঝলক বল হাতেও ধরে রাখেন সাকিব। পঞ্চম ওভারে বল হাতে নিয়েই জোড়া আঘাত হানেন তিনি। পরে আরো দুই উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
