ঢাকা টেস্টে হার জেনেও স্পিনারদের পাশে দাঁড়ালেন আইরিশ কোচ

ব্রাউন

ব্রাউন

ঢাকা টেস্টে ফল প্রায় নিশ্চিত। আয়ারল্যান্ড আরেকটি পরাজয়ের দিকেই এগোচ্ছে। বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচে হার এড়ানোর সুযোগ আর তেমন নেই। তবে দলের এই কঠিন অবস্থাতেও গতকাল সংবাদ সম্মেলনে শিষ্যদের আড়াল করে দৃঢ়ভাবে পাশে দাঁড়ালেন আয়ারল্যান্ডের স্পিন কোচ ক্রিস ব্রাউন। তরুণ স্পিনারদের পারফরম্যান্সে সন্তুষ্টি জানিয়ে সিরিজ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারার কথা তুলে ধরেছেন তিনি।

ব্রাউন বলেন,

“আমার মতে অ্যান্ডি ম্যাকব্রাইন প্রথম ইনিংসে সত্যিই দারুণ বোলিং করেছে। আমাদের দুই স্পিনারই খুব তরুণ। লেগ স্পিনার গ্যাভিন হোয়ে তো তার প্রথম টেস্টই খেলছে, যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিজ্ঞতা রয়েছে। ম্যাথু হামফ্রেস আগেও দুইবার ফাইফার নিয়েছে। এই সিরিজ তাদের জন্য শেখার বড় সুযোগ। ম্যাকব্রাইন সিনিয়র হিসেবে ভালোই করেছে। দ্বিতীয় ইনিংসেও তিনি ভালো করেছিলেন, যদিও কয়েকটা মিস ছিল। তবে দুই তরুণ স্পিনারের জন্য এটা দুর্দান্ত শিক্ষা হয়ে থাকবে।”

বাংলাদেশের কন্ডিশন নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ব্রাউন আরও যোগ করেন,

“শুরু থেকেই স্পিন করানোর চেষ্টা করতে হবে, সাথে অ্যাকুরেসিও ধরে রাখতে হবে। বাংলাদেশের ব্যাটাররা খুব ভালোভাবে ক্রিজ ব্যবহার করেছে এবং স্পিনকে নিজেদের পক্ষে উপযোগী করেছে। ভবিষ্যতে আবার এমন উইকেটে এলে এই অভিজ্ঞতা সবারই কাজে লাগবে।”

আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে স্পিন কোচ বলেন,

“ম্যাচ অফিসিয়াল জানিয়েছেন, প্রথম তিন দিন উইকেট ভালো ছিল। কাল সকালে নেমে সেশন ধরে ধরে খেলতে হবে। আমাদের লক্ষ্য থাকবে বাকি সময়টা কাটিয়ে দেওয়া।”

অভিষেক টেস্ট খেলতে নেমে স্পটলাইটে থাকা তরুণ লেগি গ্যাভিন হোয়ে সম্পর্কে ব্রাউন বিশেষভাবে আশাবাদী

“তার বয়স মাত্র ২৪। স্পিনারদের জন্য দুর্দান্ত কন্ডিশনে সে অভিষেক করেছে এবং বাংলাদেশের মতো দক্ষ ব্যাটারদের বিপক্ষে বল করেছে। মানসিকভাবে খুব শক্ত ছিল। শেন ওয়ার্ন তো অভিষেকে ১৪৫ রান দিয়ে মাত্র ১ উইকেট নিয়েছিলেন, পরে কিংবদন্তি হয়েছেন। হোয়ের ভেতর ভবিষ্যতের জন্য সব উপাদানই আছে। আশা করি এখান থেকে সে অনেক কিছু শিখতে পারবে।”

Exit mobile version