আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছে নিউজিল্যান্ড,দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর পর দ. আফ্রিকাকে বড় ব্যবধানে হারাল নিউজিল্যান্ড। ফলে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে কিউইরা।
এদিন অভিষিক্ত ওপেনার ম্যাথিউ ব্রিটজকের বিশ্বরেকর্ড গড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৩০৫ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৮.৪ ওভারে ৬ উইকেটে জয় তুলে নেয় কিউইরা।
লাহোরে এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনার ব্রিটজকের ১৫০ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ব্রিটজ ১৪৮ বলে ১১ চার ও ৫ ছয়ে ১৫০ রান করেন। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অভিষেকে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড। ৪৭ বছর আগে ডেসমন্ড হেইন্সের খেলা ১৪৮ রানের ইনিংসটাই অভিষেকে সর্বোচ্চ ইনিংস ছিল এতকাল। এছাড়া ইউয়ান মুল্ডার ৬৪ ও জেসন স্মিথ ৪১ রান করেন। বল হাতে নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি ও উইল ওরুর্কি দুটি করে উইকেট রনেন। এছাড়া মাইকেল ব্রেসওয়েল ১টি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের ১৩৩ এবং ডেভন কনওয়ের ৯৭ রানের ইনিংসে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। এছাড়া ওপেনার উইল ইয়ং ১৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে মুথুস্বামী দুটি এছাড়া জুনিয়র ডালা ১টি করে উইকেট শিকার করেন।