অ্যাডাম জাম্পার বলে স্লগ সুইপ করতে গিয়ে আকাশে তুলে দিলেন ম্যাথু ব্রিটস্কি। ডিপ স্কয়ারে দাঁড়িয়ে সহজেই ক্যাচ নিলেন অ্যারন হার্ডি। ইনিংসটা বড় করতে না পারলেও ফেরার পথে লিখে গেলেন এক অনন্য রেকর্ড।
মাত্র তিন ওয়ানডেতেই রেকর্ড বইয়ে নাম তুললেন ২৬ বছর বয়সী এই মিডল-অর্ডার ব্যাটার। অভিষেকের পর প্রথম তিন ম্যাচে তার সংগ্রহ ২৯০ রান—যা এর আগে আর কেউ করতে পারেননি। এর মধ্যে আছে এক সেঞ্চুরি আর দুই ফিফটি।
প্রায় তিন দশক ধরে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের নিক নাইটের। ১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক সিরিজেই দুই সেঞ্চুরিতে ২৬৪ রান করেছিলেন নাইট। এবার সেই কীর্তি টপকালেন ব্রিটস্কি। তালিকার তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক টেম্বা বাভুমা, প্রথম তিন ম্যাচে করেছেন ২৫৯ রান।
ব্রিটস্কির ওয়ানডে যাত্রা শুরু হয় গত ফেব্রুয়ারিতে, পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ দিয়ে। অভিষেকেই নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের ইনিংস খেলেন তিনি। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ৮৩। প্রায় ছয় মাস পর তৃতীয় ওয়ানডে খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার করেছেন ৫৬ বলে ৫৭ রান (৭ চার, ১ ছক্কা)। অল্পের জন্য প্রথম তিন ম্যাচেই ৩০০ রানের রেকর্ড গড়া হয়নি।
অন্য ফরম্যাটে নজর দিলে দেখা যায়, টেস্টে অভিষেকের প্রথম ইনিংসেই ডাবল সেঞ্চুরি ও ৩৫৫ রানের জন্য ইতিহাসে নাম লিখিয়েছিলেন ইংল্যান্ডের টিপ ফস্টার। আর পূর্ণ সদস্য দেশের হয়ে টি–টোয়েন্টিতে প্রথম তিন ইনিংসে সর্বোচ্চ রান পাকিস্তানের মুখতার আক্তারের (১৮২)।
