নির্ধারিত সময়ে বিপিএলের টানা না পেয়ে বার বার হৃদয় ভেঙেছে রাজশাহীর ক্রিকেটারদের। তবুও মাঠে নিজেদের সেরা ক্রিকেট উপহার দিলেন রাজশাহীর ক্রিকেটাররা। সবশেষ ম্যাচে সিলেটকে ৫ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক জয়ে প্লে-অফের পথে তাসকিনের দলটি। এ জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করল রাজশাহী।
গ্রুপ পর্বের খেলা শেষে ১২ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে দলটি। শেষ চারে টিকে থাককে ঢাকা একটি ম্যাচে হারলেই নিশ্চিত হবে প্লে-অফ। আর বাকি দুই ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১২। তখন রান রেটে যারা এগিয়ে থাকবে তাই শেষ চারে যাবে। অন্যদিকে চিটাগং কিংস যদি বাকি ম্যাচগুলোতে হারে যখন সুযোগ থাকবে শেষ চারের।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ দিন সিলেটকে ৫ উইকেটে হারায় রাজশাহী। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রান তোলে সিলেট। দলের পক্ষে জাকির হাসান ২৪ ও আহসান ভাট্টি ২৫ ও জাকের আলী ১৭ রান করে বিদায় নেন। এছাড়া সুমন খান অপরাজিত ২০ রান করেন। বল হাতে রাজশাহীর মেহেরব হাসান ৪ ওভারে ১৫ রানে চার উইকেট নেন। আর মৃত্যুঞ্জয় চৌধুরী ৪ ওভারে তিন উইকেট নেন।
জবাবে দলীয় ২২ রানে চার উইকেট হারিয়ে বিপদে পরে রাজশাহী। জিসান ১১,সাব্বির হাসান শুন্য, এনামুল হক বিজয় শুন্য ও ইয়াসির আলী ২ রান করে বিদায় নেন। এরপর আকবর আলী ও বায়ন বার্ল শক্ত জুটি গড়ে দলকে জয়ে পথে এগিয়ে নেন। আকবর ৩৮ বলে ৪৩ রান করে দলীয় ৯৭ রানের মাথায় বিদায় নেন। তবে বায়ান বার্ল ৩৪ বলে পাঁচ বাউন্ডারি ও দুই ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন। এছাড়া মেহরব ৫ রান করে অপরাজিত থাকেন। ফলে ১৬.৫ ওভারে ৫ উইকেটে ১২১ রান তোলে রাজশাহী।