‘মাস্ট উইন’ ম্যাচে ভারতকে মাত্র ২৪২ রানের টার্গেট দিয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। জসপ্রিত বুমরাহীন বোলিং আক্রমণের বিপক্ষেও সুবিধা করতে না পারা পাকিস্তানী ব্যাটাররা ২৪১ রান তুলতে পেরেছে মূলত সৌদ শাকিলের ইনিংস সর্বোচ্চ ৬২, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ৪৬, খুশদিল শাহ এর ৩৮ রানের ওপর ভর করে।
১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় ব্যবধানে পরাজিত হয় পাকিস্তান। ওই ম্যাচে হারের পর ভারতের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই। অথই সেই ম্যাচেই ব্যর্থতার পরিচয় দিলো পাকিস্তানের ব্যাটাররা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, টস জিতে ব্যাটিংয়ে নেমে আট ওভার পর্যন্ত নিজেদের অক্ষত রাখলেও যথাক্রমে দলীয় ৪১ ও ৪৭ রানে দুই ওপেনার বিদায় নিলে চাপে পড়ে পাকিস্তান। বাবর আজম ব্যক্তিগত ২৩ ও ইমাম-উল-হক ১০ রান করে আউট হন।
তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন সৌদ শাকিল ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দলীয় ১৫১ রানে রিজওয়ান আউট হন ব্যক্তিগত ৪৬ রান করে অক্সার প্যাটেলের ওভার বোল্ড হয়ে। আর শাকিল আউট হন হাফ সেঞ্চুরি করে দলীয় ১৫৯ ও ব্যক্তিগত ৬২ রান করে।
এই জুটির বিদায়ের পর, পরের দিকের ব্যাটাররা আর সুবিধা করতে পারেননি। খুশদিল শাহ ৩৯ বলে ৩৮ রান করে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত ৪৯ ওভার চার বলে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান।
ভারতের পক্ষে ৯ ওভারে ৪০ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন কুলদ্বিপ যাদব। আর ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন হার্ডিক পান্ডিয়া। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন হারশিত রানা, অক্সার প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। গুরুত্বপূর্ণ ম্যাচে রান আউট হয়েছেন হারিস রউফ ও ইমাম-উল-হক।