প্রায় ২৭ বছর পর ভারতকে লজ্জায় ডুবিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল তারা। এরপর ১৩টি সিরিজ খেলে ১১টিতেই হেরেছে শ্রীলঙ্কা। যার মধ্যে বাকি দুই সিরিজ হয়েছে ড্র। অবশেষে এবার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল দলটি।
বুধবার রাতে কলম্বোয় ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ১১০ রানের বিশাল ব্যবধানে জিতেছে স্বাগতিকরা এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল লঙ্কানরা। দুদলের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচটি টাই হয়েছিল।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেট ৮৯ রানের জুটিতে শক্ত ভিত পায় স্বাগতিকরা। ৬৫ বলে ৪৫ রান করে অক্ষর প্যাটেলের শিকার হয়ে ফেরেন পাথুম নিসাঙ্কা। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস। ৯ চার ও ২ ছক্কায় ৯৬ বলে ১০২ রান করে আভিশকা যখন ফেরেন, তখন শ্রীলঙ্কার সংগ্রহ ৩৫.৩ ওভারে ১৭১ রান।
এরপর ২৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। কুশল মেন্ডিস ৮২ বলে ৫৯ রান করে বিদায় নেন৷ শেষদিকে কামিন্দু মেন্ডিস ১৯ বলে ২৩ রান করেন। তাতে ২৪৮ রানে থামে লঙ্কানদের ইনিংস।
জবাবে বরাবরের মতোই ঝোড়ো শুরু করেন অধিনায়ক রোহিত শর্মা। তবে আরেক ওপেনার শুভমান গিল ১৪ বলে ৬ রান করে বিদায় নেন। আর ২০ বলে ৩৫ রান করে দলীয় ৫৩ রানে বিদায় নেন রোহিত। রোহিতের বিদায়ের পর ভারতীয় আর কোন ব্যাটার লঙ্কান বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। দলীয় ১০১ রানে ৮ উইকেট হারিয়ে দিশেহারা ভারত। শেষদিকে ওয়াশিংটন সুন্দর ২৫ বলে ৩০ রান করেন। ফলে ১৩৮ রানে অলআউট হয় ভারত।