নিজেদের মাঠে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে ছ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে পাকিস্তান। ভারতের বিপক্ষে এই ম্যাচটা তাই একপ্রকার বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে দলটির জন্য। এমন বাঁচা মরার লড়াইয়ে ভারতকে ২৪২ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।
দুবাইয়ে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২৪১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান যোগ করেন বাবর আজম ও ইমাম উল হক। এদিন ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি বাবর আজম। ২৬ বলে ২৩ রান করে হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ আউট হন তিনি। বাবরের বিদায়ের পরের ওভারে ইমাম উল হক ফেরেন রান আউট শিকার হন।
ফলে পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৫২ রান করে পাকিস্তান। এরপর তৃতীয় উইকেটে এসে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। তারা দুজনে মিলে গড়েন ১০৪ রানের জুটি। তবে রানের গতি কমিয়ে দেন তারা। ১০৪ রানের জুটিতে দুজনে বল খেলেছেন ১৪৪টি।
৭৭ বলে ৪৬ রান করে দলীয় ১৫১ রানে বোল্ড হন রিজওয়ান। পরের ওভারে সৌদকে ফেরান হার্দিক পান্ডিয়া। ৭৬ বলে ৫ বাউন্ডারিতে ৬২ রান করেন তিনি। এরপর দলের হাল ধরতে এসে ব্যর্থ হয়েছেন তৈয়ব তাহিরও। ৪ রান করে জাদেজার বলে বোল্ড হয়েছেন তিনি।
এরপর ১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় পাকিস্তান। তবে ষষ্ঠ উইকেটে একটি জুটি গড়ার চেষ্টা করেন সালমান আঘা ও খুশদিল শাহ। এরপর কুলদীপ যাদবের শিকার হয়ে সালমান ফিরলে ভাঙে ৩৫ রানের এই জুটি। ২৪ বলে ১৯ রান করে আউট হন ইনফর্ম সালমান। সালমানের বিদায়ের পরের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন শাহিন আফ্রিদিও। পাকিস্তানের দলীয় সংগ্রহ তখন ২০০।
শেষ পর্যন্ত পাকিস্তানকে ২৪১ রান পর্যন্ত নিয়ে যান খুশদিল। ৩৯ বলে ৩৮ রান করে শেষ ওভারে আউট হন খুশদিল। নাসিম শাহ ১৬ বলে করেন ১৪ রান।
বল হাতে ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ২ উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট শিকার করেন হর্ষিত রানা, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার ঝুলিতে।