আসন্ন এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে। বিশেষ করে দারুণ ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারকে স্কোয়াডে না রাখায় অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল প্রশ্নের মুখে পড়েছে। এবার ভারতীয় দলের সাবেক নির্বাচক ও সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তও সেই সমালোচনায় যোগ দিয়েছেন।
এশিয়া কাপে স্কোয়াড ঘোষণা করতে গিয়ে ‘পেছনের দিকে’ হাঁটা হয়েছে বলে বিশ্বাস তার। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি মঙ্গলবার দল ঘোষণা করার পরপরই দল নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন ভারতের সাবেক নির্বাচক ক্রিস শ্রীকান্ত। তার দাবি, এই দল এশিয়া কাপ জিতলেও তা আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে যথেষ্ট হবে না।
১৯৮৩ এর বিশ্বকাপজয়ী শ্রীকান্ত বলেন,‘এই দল নিয়ে হয়তো আমরা এশিয়া কাপ জিতব, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কোনো সুযোগ নেই। এই দলকে নিয়েই কি বিশ্বকাপে যাবেন? ছয় মাস বাকি থাকতে এটিই কি প্রস্তুতি? তারা পিছিয়ে গেছে। অক্ষর প্যাটেলকে সহঅধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না রিঙ্কু সিং, শিভম দুবে আর হর্ষিত রানা কীভাবে দলে এলেন। আইপিএলকে সাধারণত প্রধান মানদণ্ড ধরা হয় নির্বাচনের জন্য, কিন্তু নির্বাচকেরা যেন তার আগের পারফরম্যান্স বিবেচনা করেছেন।’
তিনি আরও বলেন,‘পাঁচ নম্বরে কে ব্যাট করবে? পাঁচ নম্বর ব্যাট করতে হবে সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিভম দুবে অথবা রিঙ্কু সিংয়ের কাউকে। সাধারণত হার্দিক পান্ডিয়া পাঁচ নম্বরে ব্যাট করে, এখন অক্ষর প্যাটেল ছয়ে নামতে পারবে না। আমি বুঝতে পারছি না কীভাবে তারা দুবেকে নিলো। যশস্বী জয়সওয়াল আন্তর্জাতিক ক্রিকেট আর আইপিএলে পারফর্ম করেছে। সে তাহলে কী করবে? ভারতের এশিয়া কাপ অভিযান শুরু হবে ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















