বেঙ্গালুরুতে ভারতকে মাত্র ৪৬ রানে অলআউট করে একটি ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেছে নিউজিল্যান্ড। এটি ভারতের ঘরের মাঠে সর্বনিম্ন টেস্ট স্কোর এবং ক্রিকেট ইতিহাসে সর্বকালের তৃতীয় সর্বনিম্ন টেস্ট স্কোর।
ভারতের প্রথম ইনিংসে পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হন। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি এবং উইল ও’রুর্কে তাদের অসাধারণ বোলিং দিয়ে ভারতকে চূর্ণবিচূর্ণ করেন।
ম্যাট হেনরি ৫ উইকেট নিয়ে সেরা বোলার হিসেবে আত্মপ্রকাশ করেন, মাত্র ১৫ রান দিয়ে। ও’রুর্কে তার পাশে দাঁড়িয়ে ২২ রানে ৪ উইকেট শিকার করেন।
ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের মানিয়ে নিতে না পেরে কেবল ৩৪ রানে ৬ উইকেট হারায় প্রথম সেশনে। সামান্য বৃষ্টি বিরতির পরও দলটির ভাগ্য পরিবর্তন হয়নি। পন্থ ২০ রান করলেও ভারত মাত্র ৪৬ রানে তাঁদের ইনিংস শেষ করে।