টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির বিদায়ের পর অনেকেই ধারণা করেছিলেন দলে ফিরবেন শ্রেয়াস আইয়ার। আইপিএলে দুর্দান্ত ফর্ম, ঘরোয়া রঞ্জি ট্রফিতে ধারাবাহিকতা, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সর্বোচ্চ রান—সব কিছুই ছিল তার পক্ষে। তবু ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে জায়গা পাননি তিনি।
এই নিয়ে প্রশ্ন করা হলে ভারতের সদ্য নিয়োগ পাওয়া প্রধান কোচ গৌতম গাম্ভির সাফ বলেন, “আমি নির্বাচক নই।” সংবাদ সম্মেলনে শ্রেয়াসকে নিয়ে বেশি কিছু বলতে অনিচ্ছুক ছিলেন তিনি।
৩১ বছর বয়সী শ্রেয়াস আইপিএলের এবারের মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে নেতৃত্ব দিয়েছেন দুর্দান্তভাবে। ১৪ ম্যাচে ৫১৪ রান করে দলকে ১১ বছর পর প্লে-অফে তুলেছেন। অন্যদিকে, রঞ্জি ট্রফিতে ৭ ইনিংসে ৬৮.৫৭ গড়ে করেছেন ৪৮০ রান, যার মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি।
ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার অবশ্য স্পষ্ট করে বলেছেন, “শ্রেয়াস ভালো করেছে, কিন্তু টেস্ট দলের বর্তমান কাঠামোয় তার জায়গা নেই।” অথচ দলে সুযোগ পেয়েছেন সাই সুদার্শান ও কারুন নায়ার, যার মধ্যে একজন অভিষেকের অপেক্ষায়, অন্যজন দীর্ঘদিন পর ফিরেছেন।
শ্রেয়াস ২০২১ সালে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন, এরপর টেস্টে আরও পাঁচটি হাফ-সেঞ্চুরি করলেও ধারাবাহিকতা কিছুটা কমে গিয়েছিল। ১৪ টেস্টে ৩৬.৮৬ গড়ে তার মোট রান ৮১১।
বর্তমানে শ্রেয়াসের না থাকাটা নিয়ে প্রশ্ন উঠলেও, গাম্ভিরের মত স্পষ্ট—দলের গঠন নির্বাচকের কাজ, তার নয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















