নাটকীয় সমাপ্তির পথে লর্ডস টেস্ট। উভয় দলের সামনে জয়ের হাতছানি। জয়ের হাসি হাসতে আজ শেষ দিনে ভারতের দরকার ১৩৫ রান, আর ইংল্যান্ডের প্রয়োজন ৬ উইকেটের। ফলে লর্ডসে টেস্ট দর্শকের জন্য এক টানটান উত্তেজনা অপেক্ষা করছে।
টানটান উত্তেজনায় শেষ হওয়ার অপেক্ষায় থাকা ম্যাচটি শুরু হয়েছিল চরম নাটকীয়তায়। উভয় দল তাদের প্রথম ইনিংসে সমান ৩৮৭ রান করেছিল। সেই ম্যাচ জিততে ভারতের সামনে ১৯৩ রানের লক্ষ্যমাত্রা দেয় স্বাগতিক ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে ভারত চতুর্থ দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৫৮ রান করেছে।
লর্ডসে ইংল্যান্ড বিনা উইকেটে ২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল। তবে ভারতের বোলিংয়ের সামনে এবার আর তারা সুবিধা করতে পারেনি। এদিন মাত্র ৬১.১ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ভারতের অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর ২২ রানে ৪ উইকেট নেন। তবে ভারতের তিন পেসার মোহাম্মদ সিরাজ, নিতীশ কুমার রেড্ডি ও আকাশ দ্বীপ ইংল্যান্ডকে ধ্বংসস্তুপে পরিণত করেছিলেন। এই তিন পেসার শুরুতে ৪ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের স্কোরটা ৪ উইকেটে ৮৭ রান করে দিয়েছিলেন। বিপর্যয়ের মুখে কিছুটা প্রতিরোধ করেন জো রুট (৪০) ও বেন স্টোকস। তারা ৬৭ রানের জুটি গড়েন।
রান তাড়ায় নেমে ৫ রানে হারিয়ে ফেলে ওপেনার যশস্বী জয়সওয়ালকে। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। দ্বিতীয় উইকেটে অবশ্য করুণ নায়ার ও লোকেশ রাহুল ৩৬ রানের জুটি গড়েন। আগের টেস্টে ৪৩০ রান করা ভারত অধিনায়ক শুভমান গিল এবার মুদ্রার অপর পিঠ দেখেন। ব্রাইডন কার্সের এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। মাত্র ৬ রান করেন তিনি।
