ভারতের বিপক্ষে জয় নিয়ে যা বললেন হামজা

কয়েক বছরের দীর্ঘ প্রক্রিয়া শেষে গত বছর বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পান হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজের জার্সিতে খেলার জন্য হামজা দেওয়ান চৌধুরী এখন বাংলাদেশে। সোমবার ১৭ মার্চ বেলা পৌনে ১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার।

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইতে ভারতের বিপক্ষে অভিষেক হবে তার। এক ম্যাচ খেলার জন্যই তিনি দেশে এসেছেন। এর আগে অনেকবার বাংলাদেশে এলেও এবার তার আগমন পায় বিশেষ মাত্রা।

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই তার কাছে প্রত্যাশার কথা জানতে চান এক সাংবাদিক। জবাবে হামজার উত্তরের পর দাবি উঠে বাংলায় কথা বলার। তিনি পরে স্থানীয় সিলেটীতে দেন উত্তর,‘ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা। আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু।’ (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি।

এরপর সিলেট বিমানবন্দর থেকে গাড়ি যোগে হামজা যাবেন হবিগঞ্জের বাহুবলে স্নানঘাট গ্রামে। সেখানে তার বাবার বাড়ি। পরিবারের সবাইকে নিয়ে গ্রামে কাটাবেন এক রাত। তার আগমণ উপলক্ষে ওই এলাকা পুরো সেজে উঠেছে। স্থানীয় এলাকায় এতিমদের নিয়ে ইফতার মাহফিল করার পর মঙ্গলবার ঢাকায় আসবেন হামজা। ঢাকায় একদিন অনুশীলনের পর বাংলাদেশ দলের সঙ্গে শেফিল্ড ইউনাইটেড তারকা যাবেন শিলং।

Exit mobile version