পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। বুধবার করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারায় নিউজিল্যান্ড। এবার হাইব্রিড মডেলের টুর্নামেন্টটিতে দুবাইতে আজ মুখোমুখি বাংলাদেশ- ভারত। মাঠের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে টিম ইন্ডিয়া।
অন্যদিকে, আসরে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয়টাও গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে গতকাল দলের সঙ্গে কিছুটা সময় কাটালেন, উজ্জ্বীবিত করার চেষ্টা করলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুবাইতে শান্ত-মুশফিকদের সঙ্গে দেখা করার পর দলের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে দলকে শুভেচ্ছা জানিয়ে তামিম লেখেন, ‘আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা তারা ভালো করবে। বাংলাদেশ দলকে শুভকামনা।’
এর আগে দলের সঙ্গে নৈশভোজও করতে দেখা গেছে তামিমকে। সবমিলিয়ে দলকে মানসিকভাবে চাঙা রাখতেই এমন প্রয়াস তামিমের। ভারত-বাংলাদেশের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।