ভারতের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ। পার্থে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিরিজে টেস্ট অভিষেক হতে চলেছে আলোচিত ব্যাটার নাথান ম্যাকসুইনির।

ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকেই অস্ট্রেলিয়ার ওপেনিং পজিশন নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। স্টিভেন স্মিথকে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে আনার পরও সফলতা মেলেনি, আর তাই তিনি পুনরায় চারে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ করেন। এর ফলে ওপেনার হিসেবে ম্যাকসুইনির উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

২৫ বছর বয়সী ম্যাকসুইনি সম্প্রতি ভারত ‘এ’ দলের বিপক্ষে দুটি টেস্ট খেলেছেন এবং প্রথম টেস্টে অপরাজিত ৮৮ রানসহ ৫২ গড়ে মোট ১৭৬ রান সংগ্রহ করেন। ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ম্যাকসুইনির রান সংখ্যা ২২৫২, যেখানে ৬টি সেঞ্চুরিও রয়েছে। এ ছাড়া, এই টেস্টে অভিষেক হতে পারে উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ইংলিশেরও। পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা ইংলিশ শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ফর্মে আছেন, ৪ ইনিংসে ২ সেঞ্চুরিসহ মোট ২৯৭ রান করেন তিনি।

অস্ট্রেলিয়ার পেস আক্রমণের নেতৃত্ব দেবেন অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর সাথে থাকছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং স্কট বোল্যান্ড। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন নাথান লায়ন। প্রায় ৮ মাস বিরতির পর ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়ে টেস্টে ফিরছে অজিরা, আর তাই প্রথম টেস্টের জন্য দলটি প্রস্তুতিতে কোনো কমতি রাখেনি।

Exit mobile version