চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি ভেজা ম্যাচ চলার সময়েই বোঝা গিয়েছিল তার চোট! এরপর ম্যাথু শর্টের টুর্নামেন্ট শেষের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথও। অবশেষে অস্ট্রেলিয়ার অধিনায়কের কথাই সত্যি হলো।
ঊরুর চোটের কারণে ম্যাথু শর্টকে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর দেখার সম্ভাবনা নেই। এমনকি অস্ট্রেলিয়া ফাইনালে গেলেও খেলতে পারবেন না শর্ট। ফলে ভারতের বিপক্ষে সেমিফাইনালের একদিন আগে অস্ট্রেলিয়া দলে তাই নতুন সংযুক্তি ঘটেছে। শর্টের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন কুপার কনোলি।
অস্ট্রেলিয়ার ১৫ জনের স্কোয়াডের বাইরে অতিরিক্ত হিসেবে আগে থেকেই দলের সফরসঙ্গী ছিলেন তরুণ এই স্পিন বোলিং অলরাউন্ডার। দুবাইয়ের স্পিন সহায়ক পিচ বিবেচনায় তাকেই দলে টেনেছে অজিরা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ঊরুতে চোট পান শর্ট। যদিও পরবর্তীতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিলেন। তবে ব্যাটিং করার সময় তাকে বেশ সমস্যায় পড়তে হয় তাকে।