ভারতের বিপক্ষে হারের কারণ জানালেন শান্ত

বাংলাদেশ ভারত টি-টোয়েন্টি সিরিজ

টেস্টে ব্যর্থতার পর ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ভারত ১১.৫ ওভারে ৩ উইকেটে ১৩২ রান তুলে ৭ উইকেটে জয় তুলে নেয় ভারত।

হারের পর সংবাদ সম্মেলনে ব্যাটিং ব্যর্থতা নিয়ে শান্ত বলেনম,‘ঘরের মাঠে আমরা যখন অনুশীলন করি, তখন উইকেটের পরিবর্তন…কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০-১৫০ রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কীভাবে করতে হয়, সেটা জানে। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়। ওই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না। এখানে মানসিক অনেক ব্যাপার থাকে।’

এছাড়া হারের কারণ নিয়ে তিনি বলেন,‘আমরা সবাই মিলেই ব্যর্থ হয়েছি। শুরুতেই অনেক উইকেট পড়ে গেছে। শুরুতে বেশি উইকেট পড়ে গেলে কঠিন হয়ে যায়। আমার মনে হয় (বেশি রান না হওয়ার) প্রধান কারণ শুরুতে বেশি উইকেট পড়ে যাওয়া। আক্রমণাত্মক মানসিকতা থাকবেই, তবে কখন কোন শট খেলব, এটা বুঝতে হবে। এখনই এই অ্যাপ্রোচ বদলাতে চাই না। আমাদের এভাবে খেলে যেতে হবে, তবে ভালো শট নির্বাচন করতে হবে।’

Exit mobile version