দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ এর বোলিং দাপটে আহমেদাবাদ টেস্টের প্রথম দিনেই সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিক ভারত। জবাবে খেলতে নেমে দুই উইকেটে ১২১ রান তুলে নিয়েছে শুভমান গিলের দল। ৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিক দলের ব্যাটাররা।
আহমেদাবাদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। চতুর্থ ওভারেই শূন্য রানে আউট হন শিবনারাইন চন্দরপলের ছেলে ত্যাগনারাইন চন্দরপল। ৭ম ওভারে আরেক ওপেনার জন ক্যাম্পবেলের উইকেট তুলে নেন বুমরাহ।
ত্যাগনারাইন শূন্য ও ক্যাম্পবেল ব্যক্তিগত ৮ রানে আউটের পর অন্য ব্যাটাররা লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। সর্বোচ্চ ৩২ রান এসেছে জাস্টিন গ্রেভসের ব্যাটে। এছাড়া উইকেটরক্ষক শাই হোপস ২৬ ও অধিনায়ক রোস্টন চেজ ২৪ রান করেন।
১৪ ওভারে তিন মেডেন ও ৪০ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন সিরাজ। সমান ১৪ ওভার বোলিংয়ে বুমরাহও তিন মেডেন নিয়েছেন। তিন উইকেট তুলে নিয়েছেন ৪২ রানের খরচায়। এছাড়া স্পিনার কুলদীপ যাদব ২৫ রানের বিনিময়ে দুই এবং ওয়াশিংটন সুন্দর নিয়েছেন এক উইকেট।
জবাবে খেলতে নেমে ২ উইকেটে ১২১ রান তুলেছে স্বাগতিক ভারত। ওপেনার কেএল রাহুল ৫৩ ও অধিনায়ক শুভমান গিল ১৮ রানে অপরাজিত আছেন। যশস্বী জয়সওয়াল ৩৬ ও সাই সুদর্শন ৭ রান করে আউট হয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















