এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে বিতর্ক ক্রমেই ঘনীভূত হচ্ছে। ঢাকায় আয়োজিত এই সভা নিয়ে আপত্তি তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের দাবি, রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে এই সভা আয়োজন অনুপযুক্ত। যদিও এসিসির সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ভারতের অনুরোধে কোনো প্রতিক্রিয়া দেখাননি।
ভারতের এই অবস্থানের সঙ্গে এবার তাল মিলিয়েছে আরও তিনটি দেশ—আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ওমান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, তারাও ঢাকায় অনুষ্ঠেয় এই সভা বয়কট করতে পারে। যদিও এখন পর্যন্ত এসব বোর্ড থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, বার্ষিক সভায় সদস্য দেশগুলোর সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিশেষ করে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বড় দলগুলোর উপস্থিতি আবশ্যক। তাই ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সভা বর্জন করলে সেই সিদ্ধান্ত কার্যকর হবে না।
আগামী ২৪ জুলাই ঢাকায় এই সভা আয়োজনের কথা রয়েছে। অথচ বৈঠকের এক সপ্তাহ আগে এসিসির পক্ষ থেকে কোনো বিকল্প ভেন্যু বা সমঝোতার ইঙ্গিতও মেলেনি।
অন্যদিকে, এ বছরের সেপ্টেম্বরে ছয় দলের এশিয়া কাপ আয়োজনে এখনো চূড়ান্ত সূচি বা ভেন্যু ঘোষিত হয়নি। এই পরিস্থিতিতে এজিএম যদি ভেস্তে যায়, তাহলে পুরো টুর্নামেন্ট আয়োজনই অনিশ্চিত হয়ে পড়বে। ফলে এই বয়কট কূটনীতির প্রভাব পড়ছে সরাসরি এশিয়ান ক্রিকেটের ভবিষ্যতের ওপর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















