করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে বৃহস্পতিবার। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে স্বপ্নের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু কবে টিম বাংলাদেশ। হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে চোখে চোখ রেখেই লড়াইয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দুবাইয়ে এমনটাই জানিয়েছেন শান্ত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেলে ৩টায়। দুবাইয়ে রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে মাঠে নামার আগে শান্ত বলেন,‘ওয়ানডে সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।’
এছাড়া শান্ত বলেন,‘আপনি যদি খেয়াল করেন তাহলে ৮টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে, সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি। গত বছর (আসলে ২০২২) ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতি আছে। কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো একটা ম্যাচ হবে।’ তবে ভারতের জাসপ্রীত বুমরাহ না থাকা নিয়ে শান্ত বলেন, ‘নির্দিষ্ট কাউকে নিয়ে আমি ভাবছি না। তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে।’