চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচে হেরে এখন বিদায়ের পথে পাকিস্তান! নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরে এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে পাকিস্তান। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে শুরুর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও লজ্জার পরাজয়।
টানা দুই হারের পরও যদি কিন্তুর ওপর টিকে আছে পাকিস্তানের ভাগ্য! তার জন্য আজ বাংলাদেশকে হারাতে হবে নিউজিল্যান্ডকে। আর নিউজিল্যান্ডকে হারতে হবে ভারতের বিপক্ষে অন্যদিকে পাকিস্তানকে জিততে হবে বাংলাদেশের বিপক্ষে!
তাই ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান বলেন,‘এই মুহূর্তে তো এটিই বলতে পারেন যে, খতম হয়ে গেছে আমাদের সম্ভাবনা। এটিই সত্যি। এখন সামনের ম্যাচে বাংলাদেশ কী করবে নিউ জিল্যান্ডের সঙ্গে, দেখব আমরা। এরপর ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের ম্যাচে কী হয়, আমরা কী করতে পারি… সব মিলিয়ে লম্বা ভ্রমণ।’
কিন্তু সেই আশায় নিজের খুব একটা জোর পাচ্ছেন না রিজওয়ান। অন্য দলের ওপর নির্ভর করার এই পরিস্থিতিও তাকে পোড়াচ্ছে। বরং নিজেদের ব্যর্থতাই তিনি মেনে নিচ্ছেন। তিনি বলেন,‘এখন ভরসা আল্লাহর ওপর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভাগ্য নির্ভর করছে অন্য দলের ওপর। অধিনায়ক হিসেবে সত্যি বলতে, এটা আমার পছন্দ নয়। যদি নিজেদের সামর্থ্য থাকে, নিজের পথে যদি জেতা যায়, তাহলে করে দেখানো উচিত। নইলে অন্য কারও আশ্রয়ে তাকিয়ে থাকা… এসবের কোনো মূল্য নেই আমার কাছে। ছিটকে গেলে তো গেলামই।’
এছাড়া তিনি বলেন,‘হ্যাঁ, তারা আমাদেরকে হারিয়েছে। নিউ জিল্যান্ড হারিয়েছে, ভারত হারিয়েছে। মেনে নিচ্ছি সব। ওরা ভালো খেলেছ, আমরা বাজে খেলেছি। এখন অন্য কারও ওপর ভরসা করে থাকতে পারি না। আল্লাহ যদি সুযোগ করে দেয় আবার, তখন দেখব। আমাদের কিছু বলার নেই।’
উল্লেখ্য’রাওয়াল পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড জিতে গেলে বিদায় নিশ্চিত হবে বাংলাদেশ ও পাকিস্তানে। তখন টানা দুটি করে জয়ে সেমি-ফাইনালে পৌঁছে যাবে নিউজিল্যান্ড ও ভারত।