ভারতে বিশ্বকাপের মধ্যেই অজি ক্রিকেটারদের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার আকিল হোসেন!

ভারতের মাটিতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে এবার মাঠের বাইরে ঘটে গেল নিন্দনীয় এক ঘটনা। ইন্দোরে ঘুরতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দুই সদস্য। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকিল হোসেন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ইন্দোরের খাজরানা রোড এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার। হোটেল থেকে বেরোনোর পর একটি মোটরবাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশের একটি ক্যাফের সামনে এসে বাইক আরোহী তাদের কাছে এসে অশোভনভাবে শরীর স্পর্শ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

দলীয় ব্যবস্থাপকের কাছে বিষয়টি জানানো হলে এমআইজি থানায় অভিযোগ দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায় মামলা নেয় পুলিশ। পরবর্তীতে অভিযুক্ত আকিলকে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে আগেও অপরাধমূলক মামলার রেকর্ড রয়েছে বলে জানিয়েছে ইন্দোর পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তারের সময় আকিলের হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা এবং তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন। মধ্যপ্রদেশ পুলিশের কর্মকর্তা এমবি রামেশ্বর শর্মা বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এমন অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ)। তাদের বিবৃতিতে বলা হয়েছে, “এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত ও ব্যথিত। অস্ট্রেলিয়া নারী দলের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ বিজয়ভারগিয়াও ঘটনাটিকে “দেশের ভাবমূর্তির জন্য কলঙ্কজনক” বলে মন্তব্য করেছেন। তিনি জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানায়, “শনিবার রাতে ক্যাফেতে যাওয়ার পথে আমাদের দুই ক্রিকেটার অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখোমুখি হন। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছি, এখন তারা তদন্ত করছে।”

ইন্দোরে চলমান নারী বিশ্বকাপের অন্তত তিনটি ম্যাচ থাকায় দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে হয়েছে অস্ট্রেলিয়া নারী দলকে। গতকাল হোলকার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৯৭ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় পায় তারা। টেবিলের শীর্ষে থেকে ১৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে অ্যালিসা হিলির দল।

Exit mobile version