লর্ডস টেস্টে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৮৭ রানের জবাবে ভারতও ৩৮৭ রান করেছে। তৃতীয় দিন শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২ রান করেছে। জ্যাক ক্রলি ও বেন ডাকেট ইনিংস শুরু করেছেন। ইংল্যান্ডের করা ২ রানই করেছেন ক্রলি।
লোকেশ রাহুল ভারতের হয়ে এ ইনিংসে সেঞ্চুরি করে। তার সেঞ্চুরির পাশাপাশি ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা চমৎকার ব্যাটিং ভারতকে লড়াইয়ে টিকিয়ে রাখে। লোকেশ রাহুল ঠিক ১০০ রান করে আউট হয়ে যান। অন্যদিকে ঋষভ পন্ত ৭৪ ও রবীন্দ্র জাদেজা ৭২ রান করেন।
ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ক্রিস ওকস। তিন উইকেট শিকার হয়। এছাড়া জোফরা আর্চার ও বেন স্টোকস দুটো করে উইকেট শিকার করেন।
এর আগে জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড বড় রানে সংগ্রহের পথ চলাটা শুরু করেছিল। কিন্তু একটা বিপর্যয় তাদেরকে বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ায়। তবে শেষ দিকে জেমি স্মিথের ৫১ রান ও ব্রান্ডন কার্সির ৫৬ রান ইংল্যান্ডকে লড়াকু ইনিংস দাঁড় করাতে সমর্থ হয়।
