দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান ‘এ’ দল, তাও ৪০ বল হাতে রেখে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভারে মাত্র ১৩৬ রানে অলআউট হয় ভারতের উঠতি ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ‘এ’ দল ১৩.২ ওভারে জয়ের পথ পাড়ি দিয়ে উঠে গেছে সেমিফাইনালে।
ওয়েস্ট ইন্ড পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে টসের সময় হাত মেলাতে দেখা যায়নি পাকিস্তানের অধিনায়ক ইরফান নিয়াজি ও ভারতের অধিনায়ক জিতেশ শর্মাকে। গত সেপ্টেম্বরে মূল এশিয়া কাপে দুই দেশের জাতীয় দলের অধিনায়কও টসে হাত মেলাননি। বয়সভিত্তিক এই টুর্নামেন্টেও প্রতিবেশী দুই দেশের দ্বৈরথে সেই একই দৃশ্য দেখা গেল।
আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন ভারত ‘এ’ দলের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ৩ ছক্কা ও ৫ চারে মাত্র ২৮ বলে ৪৫ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। তিন নম্বরে নামা নমন ধীর করেন ২০ বলে ৩৫ রান। তবে তাঁদের বাইরে কেউই তেমনভাবে রান তুলতে পারেননি। পাকিস্তানের পেসার শহীদ আজিজ ২৪ রানে ৩ উইকেট শিকার করেন। সাদ মাসুদ ও মাজ সাদাকত নেন দুইটি করে উইকেট।
১৩৭ রানের লক্ষ্য পাকিস্তান ‘এ’ দলের জন্য কখনোই কঠিন ছিল না। ওপেনার মাজ সাদাকত একাই ম্যাচকে সহজ করে দেন। ৪৭ বলে অপরাজিত ৭৯ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪ ছক্কা ও ৭ চার। তার সঙ্গে মোহাম্মদ ফাইক অপরাজিত থাকেন ১৬ রানে। ভারতের হয়ে যশ ঠাকুর ও সুয়ুশ শর্মা নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ‘এ’: ১৯ ওভারে ১৩৬ (সূর্যবংশী ৪৫, নমন ৩৫; আজিজ ৩/২৪, সাদাকত ২/১২, মাসুদ ২/৩১)
পাকিস্তান ‘এ’: ১৩.২ ওভারে ১৩৭/২ (সাদাকত ৭৯*, ফাইক ১৬*; সুয়ুশ ১/৩১, যশ ১/৩৫)
ফল: পাকিস্তান ‘এ’ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মাজ সাদাকত (পাকিস্তান ‘এ’)
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















