ভারত দল পাকিস্তানে না গেলে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারত সরকারের অনুমোদন না পেলে পাকিস্তানে না গিয়ে বিকল্প মডেলে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ ইঙ্গিত দিয়েছে।

ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন সম্প্রতি ব্রিটিশ সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বলেন, ভারত না খেললে তা ক্রিকেটের জন্য ভালো হবে না। এই সংকট সমাধানে বিসিসিআই প্রধান জয় শাহের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। দুই দেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার ফলে ২০০৮ সালের পর থেকে ভারত আর পাকিস্তানে খেলতে যায়নি। ২০১২–১৩ মৌসুমের পর থেকে কোনো দ্বিপক্ষীয় সিরিজও খেলেনি দুই দল।

ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ভারত না গেলে টুর্নামেন্টটি থেকে রাজস্ব এবং সম্প্রচারস্বত্বের দিক থেকে বড় ক্ষতি হতে পারে। তবে জরুরি পরিস্থিতির জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে হাইব্রিড মডেলের পরিকল্পনা রয়েছে। এশিয়া কাপ ২০২৩-এ ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল, একইভাবে চ্যাম্পিয়নস ট্রফির কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় হতে পারে।

পাকিস্তান ইতিমধ্যে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে এবং সংস্কারকাজ শুরু করেছে। ২০১৭ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হতে যাচ্ছে, যেখানে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশসহ আটটি দল অংশ নেবে।

Exit mobile version