ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিন (শনিবার) সংবাদ সম্মেলনে ভারতীয় দলের হয়ে উপস্থিত ছিলেন সহকারী কোচ রায়ান টেন ডাসকাট। স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচকে ঘিরে আলোচনা-সমালোচনা তুমুল। সম্ভবত এ কারণেই প্রধান কোচ গৌতম গম্ভীরের বদলে সহকারী কোচকে গণমাধ্যমের সামনে পাঠানো হয়।
এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষাপটে এশিয়া কাপে দুই দলের মুখোমুখি হওয়া নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শঙ্কা কাটিয়ে আজ (রোববার) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আলোচিত এই দ্বৈরথে মাঠে নামছে সূর্যকুমার যাদব ও সালমান আলি আগার দল।
শুরু থেকেই রায়ান রাজনৈতিক উত্তাপ ও আবেগকে মাঠের বাইরেই রাখতে অনুরোধ জানান। তবে প্রশ্নের পর প্রশ্ন আসতে থাকে দুই দেশের দ্বন্দ্বকে ঘিরে। তিনি বলেন,
‘এসব বিষয় খেলোয়াড়দের মনেও প্রভাব ফেলে। স্বাভাবিকভাবেই তারা সাধারণ ভারতীয়দের প্রতি সহানুভূতিশীল। আমরা ড্রেসিংরুমে এসব নিয়ে কথা বলেছি। খেলোয়াড়রা মানুষের অনুভূতি বোঝে, কিন্তু তাদের দেশের হয়ে পেশাদারিত্বের সঙ্গে খেলতে হবে। তাই যাই হোক না কেন, মাঠে মনোযোগ দিতে হবে।’
সম্মেলনে বারবার রাজনৈতিক ইস্যু উঠে এলেও, সেটিকে সামলে ক্রিকেটকেন্দ্রিক জবাব দিয়েছেন রায়ান। তিনি জানান, পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ঘিরে প্রধান কোচ গৌতম গম্ভীরও বিশেষ বার্তা দিয়েছেন—
‘কোচ বলেছেন, এখন পেশাদার হওয়ার সময়। যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভাবলে চলবে না। ক্রিকেটই আমাদের ফোকাস। খেলোয়াড়রা দেশের প্রতি তাদের আবেগ ও দায়িত্ববোধ নিয়েই মাঠে নামবে।’
৫৫ বছর বয়সী নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার আরও বলেন,
‘অনেকে বলেন খেলাধুলা আর রাজনীতিকে আলাদা রাখতে। আমরা আশা করি খেলাই বলে দেবে এই ক্রিকেটাররা দেশের প্রতি কতটা দায়বদ্ধ। আমরা বোর্ড ও সরকারের সিদ্ধান্ত মেনে খেলতে নেমেছি। বর্তমান পরিস্থিতি খুবই সংবেদনশীল। দেশের পরিস্থিতি খেলোয়াড়দের ভাবনার বাইরে নয়। এশিয়া কাপকে ঘিরে দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল। আমরা যে শেষ পর্যন্ত এখানে এসে খেলতে পারছি, তা অনেকের কাছেই অবিশ্বাস্য।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















