এশিয়া কাপ টি-টোয়েন্টিতে গ্রুপ এ-এর ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারত-পাকিস্তান। দুবাইয়ে আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত-পাকের হাই ভোল্টেজ ম্যাচে এবার সীমা ছাড়াল বিজ্ঞাপনের মূল্যও।
মাত্র দশ সেকেন্ডের জন্য ১৬ লক্ষ টাকা দর উঠল একটি বিজ্ঞাপনের। যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে ক্রিকেট অনুরাগীদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারও যেমন অঙ্কটা শুনে চোখ কপালে, তেমনই কারও আবার প্রশ্ন, টাকাটাই কি সব?
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ১৪ সেপ্টেম্বর পড়েছে রোববার। ফলে ম্যাচের দর্শকের সংখ্যা প্রত্যাশিতভাবেই থাকবে সর্বাধিক। ইকোনমিকস টাইমসের একটি রিপোর্ট মোতাবেক, এই খেলার লাইভ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। প্রতি দশ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য চ্যানেল কর্তৃপক্ষ ১৪-১৬ লক্ষ টাকা ধার্য করেছে।
সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়ার তরফে যে অ্যাড কার্ড বিজ্ঞাপনদাতাদের জন্য দেওয়া হয়েছে, সেখানেই উল্লেখ করা হয়েছে ১৬ লক্ষের এই অঙ্ক। এছাড়াও রয়েছে অ্যাড প্যাকেজ অনুযায়ী আলাদা আলাদা বিভিন্ন টাকার অঙ্ক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















