নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে আজ রবিবার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। ভারতের মেয়েরা ঘরের মাঠে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পাকিস্তান শ্রীলঙ্কায় বাংলাদেশের কাছে হেরে গেছে। তাই আজকের ম্যাচ পাকিস্তানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
ম্যাচ শুরু হচ্ছে রোববার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায়, কলম্বোর রনগিরি প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে। সরাসরি দেখা যাচ্ছে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১-এ।
ভারত-পাকিস্তান মেয়েদের ক্রিকেটে ভারত এগিয়ে। দুই দল আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ বার মুখোমুখি হয়েছে, ভারত জিতেছে ২৪টি ম্যাচে। ওয়ানডেতে ভারতের জয় সংখ্যা ১১, পাকিস্তানের তিনটি জয় সবই টি-টোয়েন্টিতে।
ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর ম্যাচটিকে অন্য যেকোনো ম্যাচের মতো দেখছেন। পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা ক্রিকেটীয় নিয়ম মেনে খেলতে প্রস্তুত।
ভারতের লক্ষ্য রান রেট বাড়িয়ে চতুর্থ স্থানে থাকা, আর পাকিস্তান বড় ব্যবধানে হারের ক্ষত ভুলে জয়ের চেষ্টা করবে।
পাকিস্তান একাদশ: মুনিবা আলী, সাদাফ সামস, সিদরা আমিন, রামিন শামীম, আলিয়া রিয়াজ, সিদরা নেওয়াজ, ফাতিমা সানা (অধিনায়ক), নাটালিয়া পারভেজ, ডায়না বেগ, নাসরা সানধু, সাদিয়া ইকবাল।
ভারত একাদশ: প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্দানা, হারলিন দেওল, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), জেমিমা রড্রিগুয়েজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, স্নেহ রানা, রেনুকা সিং, ক্রান্তি গৌদ, শ্রী চরনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















