ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে পাকিস্তান দলের চাঞ্চল্যকর ঘোষনা!

এশিয়া কাপে আবারও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আসছে না পাকিস্তান ক্রিকেট দল। সুপার ফোরে আজ ভারতের মুখোমুখি হওয়ার আগে শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের সময় নির্ধারিত ছিল। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিিসি) জানিয়েছে, পাকিস্তান দল ওই অনুষ্ঠানে উপস্থিত থাকছে না।

এর আগেও ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে যায়নি তারা। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে টানাপোড়েন চরমে উঠেছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে। পিসিবি তার অপসারণ চাইলেও শেষ পর্যন্ত আইসিসি অবস্থান বদলায়নি। আরব আমিরাত ম্যাচে দায়িত্ব পালন করা পাইক্রফট আজ ভারতের বিরুদ্ধেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন।

পুরো বিতর্কের সূচনা হয় ভারতের বিপক্ষে এক ম্যাচ থেকে। টসে পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে পাইক্রফট বলেন, প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলানো হবে না। এটিকে শিষ্টাচারবিরোধী আচরণ আখ্যা দিয়ে পিসিবি সঙ্গে সঙ্গে তার অপসারণ দাবি করে। পরে আইসিসির উদ্যোগে পাইক্রফট ও পাকিস্তান দলের মধ্যে বৈঠক হয়, যেখানে তিনি দুঃখ প্রকাশ করেন।

তবে সেখানেই শেষ হয়নি গল্প। বৈঠকের ভিডিও প্রকাশ করায় নতুন বিতর্কে জড়িয়ে পড়ে পিসিবি। আইসিসি অভিযোগ তোলে, ম্যাচ অফিসিয়ালস এলাকার ফুটেজ প্রকাশ করে পিএমওএ প্রটোকল ভঙ্গ করেছে পাকিস্তান। যদিও এ অভিযোগ উড়িয়ে দিয়েছে পিসিবি।

শুধু পাকিস্তান নয়, ভারতও এবার সংবাদ সম্মেলন করছে না। কারণ, একদিনের ব্যবধানে ম্যাচ খেলতে হলে সাধারণত দলগুলো সংবাদ সম্মেলন এড়িয়ে চলে। শুক্রবার ওমানের বিপক্ষে ম্যাচের পর ভারতীয় দলের সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে অবশ্য পাকিস্তান প্রসঙ্গ উঠে এসেছিল।

Exit mobile version