আইসিসির চেয়ারম্যান পদে গ্রেগ বাকলে চারটি বছর দায়িত্ব পালন করেছেন। স্বাভাবিকভাবেই আইসিসির অনেক কিছুই দেখেছেন নিউজিল্যান্ডের এই প্রশাসক। তার জায়গায় গত ১ ডিসেম্বর থেকে দায়িত্বে এসেছেন ভারতের জয় শাহ। মাত্র ৩৬ বছর বয়সে ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) এর সাবেক সচিব আইসিসির সভাপতির দায়িত্ব পেয়েছেন।
বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব প্রতিপত্তি সম্পর্কে সবার কম বেশি জানা আছে। জয় শাহ দায়িত্ব নেওয়ার পর সেই প্রভাব প্রতিপত্তি আরো বাড়বে এমন ধারণা সবার। গ্রেগ বাকলেও তার বাইরে নয়। তাই তো আগেভাগে সতর্কতা উচ্চারণ করেছেন তিনি। বলেছেন, জয় শাহ যেন আইসিসিকে ভারতের কব্জায় না নেয়।
বার্কলে মনে করেন, বিশ্ব ক্রিকেটকে ভালোভাবে সামাল দেওয়ার জন্য জয় শাহ দারুণ একটা সুযোগ পেয়েছেন। কিন্তু তিনি যদি প্রভাব খাটিয়ে আইসিসিকে ভারতের কব্জায় নিয়ে নেন, তা ক্রিকেটের জন্য সহায়ক হবে না।
বার্কলে আরও বলেন, আন্তর্জাতিক মহলে ভারতকে সম্পৃক্ত করার ক্ষমতা রয়েছে জয় শাহের। সবাইকে একত্র করে ক্রিকেটকে আরও বিকশিত করতে পারে এমন অনেক বিষয় রয়েছে। যেমন তারা উদীয়মান দলকে আরও বেশি সুযোগ দিতে পারে। ক্রিকেটের নতুন অঞ্চল ও বাজার খুলতে পারে।
এখন অনেক বেশি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। এ জন্য বার্কলে সদস্য দেশগুলোর স্বার্থকে দায়ী করেছেন। বলেন, আমি আইসিসি’র শীর্ষ পদে ছিলাম। কিন্তু কখন কে কার সঙ্গে খেলছে তা সবসময় আমার পক্ষে খোঁজ রাখা সম্ভব হয়নি। ডারবান টেস্টে মার্কো ইয়ানসেনের ৭ উইকেটে নেওয়ার খবর সকালে পড়ার আগে আমি জানতাম না শ্রীলঙ্কা দল দক্ষিণ আফ্রিকা সফর করছে।