পাকিস্তান সফরে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন বাংলাদেশের ড্যাশিং ব্যাটার লিটন কুমার দাস। আসন্ন ভারত সিরিজেও নিজের সেরাটা দিতে চান তিনি। প্রায় দশ বছর ধরে জাতীয় দলকে সার্ভিস দিয়ে যাওয়া লিটন উঠে এসেছেন মুশফিক-সাকিবসহ অন্যান্য সিনিয়রদের কাতারে। তাই দায়িত্ব নেয়ার সঠিক সময় হিসেবে বর্তমানকে দেখছেন লিটন।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দায়িত্ব নেওয়া প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি প্রায় ৯-১০ বছর ধরে খেলি, ততটুকু অভিজ্ঞতা তো আমার হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার। এখন যদি দায়িত্ব না নেই, তবে আর কবে? দায়িত্ব নেওয়ার সময় এসেছে, তার মানে এই না যে প্রতি ম্যাচেই আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ আমার দ্বারা ভুল হতে পারে।’
প্রতিপক্ষ ভারত সম্পর্কে লিটন বলেন, ‘নিজেদের কন্ডিশনে ভারত খুব ভালো দল। আপনি যদি তাদের র্যাঙ্কিং দেখেন, তারা কিন্তু খুবই ভালো দল। আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। আমাদের ভালো করার একটাই উপায় আছে, সেটা হলো ‘অনুশীলন’। আমি চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করার। চেষ্টা করেছি কীভাবে সেটা ম্যাচে প্রয়োগ করা যায়। টেস্ট ক্রিকেট এমন একটা খেলা, যেখানে আপনার কাছে অনেক সময় আছে। আপনি যখনই ব্যাটিং করেন আপনাকে জিরো থেকে শুরু করে সারাদিন ব্যাটিং করার সুযোগ রয়েছে। যেভাবে প্র্যাকটিস করছি, ওইভাবেই খেলার চেষ্টা করি।’