মহসিন নাকভিতে আপত্তি এশিয়া কাপে খেলবে না ভারত

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মৌখিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দিয়েছে, তারা আসন্ন এশিয়া কাপে অংশ নিচ্ছে না। শুধু পুরুষদের দলই নয়, আগামী জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিতে চায় ভারত।

এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব-নিকাশ। বিসিসিআই-এর আপত্তির মূল কারণ এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভির পরিচয়। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতের মতে, এমন একজনের নেতৃত্বে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণ তাদের জাতীয় অবস্থানের পরিপন্থী।

এই সিদ্ধান্ত এসিসির জন্য এক বড় ধাক্কা হতে যাচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় রেখে গ্রুপ ভাগ করেছিল এসিসি। সনি স্পোর্টস নেটওয়ার্ক ১৭ কোটি মার্কিন ডলারে চারটি আসরের সম্প্রচার স্বত্ব কিনেছে। প্রত্যাশা ছিল প্রতি আসরে অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ হবে। ভারত না খেললে এই চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনের সম্ভাব্য বাজেট ৩ কোটি ৮০ লাখ ডলার, যার ৭৫ শতাংশই আসার কথা সম্প্রচার থেকে। ভারতের অনুপস্থিতি মানেই বড় ধরনের আর্থিক ক্ষতি ও আয়োজনে বিশৃঙ্খলা। এসিসিকে তাই এবার ভাবতে হচ্ছে বিকল্প আয়োজনের কথা।

Exit mobile version