রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। নিহতের সংখ্যা ইতোমধ্যে বেড়ে দাঁড়িয়েছে ২৭-এ, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এই মর্মান্তিক ঘটনায় পুরো জাতির পাশাপাশি ক্রীড়াঙ্গনও গভীর শোক প্রকাশ করেছে। শুধু বাংলাদেশ নয়, শোক ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ক্রীড়ামহলেও।
বর্তমানে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসা পাকিস্তান দলের ক্রিকেটাররাও ব্যথিত। মাঠে কালো আর্মব্যান্ড ধারণ ও নীরবতা পালনের মাধ্যমে সম্মান জানানো হচ্ছে দুর্ঘটনায় নিহতদের প্রতি।
পাকিস্তানের ওপেনার ফখর জামান এক আবেগঘন বার্তায় লেখেন, “ঢাকায় মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে খুবই খারাপ লাগছে। ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করছি।”
বাংলাদেশ সফরে না থাকা পেসার শাহিন আফ্রিদি লিখেছেন, “হৃদয়বিদারক একটি ঘটনা। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য প্রার্থনা করছি। অলৌকিক কিছু হোক, পরিবারগুলো শক্তি পাক।”
পেসার হাসান আলি লেখেন, “নিষ্পাপ শিশুদের প্রাণহানিতে শোকাহত। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য্য দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।”
অন্যদিকে, নাসিম শাহ বাংলাদেশের প্রতি বিশেষ আবেগ প্রকাশ করে বলেন, “বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের দেশ। এই ভয়াবহ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাই।”
এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্রীড়াবিশ্বও প্রার্থনায় শামিল হয়েছে। সবারই একটাই চাওয়া—এমন ট্র্যাজেডি আর যেন না ঘটে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















