কেম্যান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য ১০ ওভারের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ম্যাক্স৬০ লিগে খেলছেন সাকিব আল হাসান, যেখানে ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলস ও কার্লোস ব্রাথওয়েটের মতো তারকারাও অংশ নিয়েছেন। তবে মাঠের পারফরম্যান্স নয়, আলোচনার কেন্দ্রে এখন লিগের বিশৃঙ্খলা। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ। এর জেরে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পাঁচটি ম্যাচ বাতিল করা হয়েছে।
টুর্নামেন্ট শুরুর আগেই বেতন দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এর প্রতিবাদে খেলোয়াড়রা ধর্মঘটের ঘোষণা দেন। “অফ-ফিল্ড ইস্যু’র কারণে প্রথম রাউন্ডের সব ম্যাচ বাতিল করা হয়েছে,”—নিজেদের ইনস্টাগ্রামে জানায় লিগ কর্তৃপক্ষ।
এরপরেই বিভ্রান্তি। প্রথমে ঘোষণা করা হয় শীর্ষ দুই দল ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংস ফাইনাল খেলবে। কিছুক্ষণ পর সেই পোস্ট মুছে দিয়ে নতুন ঘোষণায় জানানো হয়, ভেগাস ভাইকিংস ও গ্র্যান্ড কেম্যান ফ্যালকন্স খেলবে ‘রানার-আপ প্লে-অফ’।
এমন জটিল পরিস্থিতির মধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষ দল ক্যারিবিয়ান টাইগার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। “অভিনন্দন ক্যারিবিয়ান টাইগার্স—ম্যাক্স৬০ ২০২৫ চ্যাম্পিয়ন,”—এক ইনস্টাগ্রাম পোস্টে জানায় আয়োজকরা।
খেলোয়াড়দের পক্ষে অবস্থান নিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। “চুক্তিগুলো যেন কাগজের টুকরার চেয়েও মূল্যহীন। এ অবস্থায় আইসিসির কার্যকর নীতিমালা দরকার,”—তারা মন্তব্য করে।
লিগের আয়োজক বিএমপি স্পোর্টস এখনো কোনো মন্তব্য করেনি। বিতর্কের এই পরিবেশে প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানজনক বেতন নিশ্চিত করতে বৈশ্বিক নীতিমালা কতটা জরুরি তা নিয়ে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















